স্বাধীনতার আলোয় জাগা

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

গোলাম নবী পান্না
স্বাধীনতার আলোয় জাগা প্রাণের বাংলাদেশ, এমন পাওয়া জাতির ভাগ্যে হয় না কোনো শেষ। ভাগ্য পুষে বসে থাকা নয়তো বীরের সাজ, বরং লড়াই করে বাঁচা গর্ব করার কাজ। বাংলাদেশের মানুষগুলো লড়াই করে শেষে, স্বাধীনতার পতাকাটা ওড়ায় সোনার দেশে। এই পতাকায় স্বপ্ন গড়ার প্রেরণা পায় জাতি, স্বাধীনতা নিয়ে বুকে সুখের মাতামাতি। আঁধার ভুলে আজকে জাতি আলোর কথা বলে দীপ্ত শপথ আঁকড়ে বুকে স্বাধীনভাবে চলে। স্বাধীন চলা এবং বলা সবার চোখে ভাসে, যুদ্ধ-সে-পথ রচনাতে স্বাধীনতা আসে।