স্বাধীনতার ঋণ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২৩, ০০:০০

আহসানুল হক
এই যে তুমি লিখছ ছড়া লিখছ তুমি কাব্য স্বাধীনতার গন্ধভরা স্বদেশ প্রেমে দ্রাব্য! কে দিয়েছে বোধটা তোমায় কে জোগায় যে শক্তি ? দেশকে তুমি মা ভাবো তাই শব্দে জানাও ভক্তি! একাত্তরে হওনি তুমি দেখনি তো যুদ্ধ তবু আঁকো স্বদেশভূমি শব্দ রেখায় শুদ্ধ! স্বাধীনতার আলোর মশাল জ্বলবে চিরদিন যে যে শিশুটি জন্মাবে কাল রাত্রি-দুপুর সন্ধ্যা-সকাল তার বুকেও এক সুর ও তাল বাজবে দেশের বীন যে!