খোকার দিনরাত্রি

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

নীতুল ইয়াছমিন
দিন যায় রে দিন যায় রে দিনের বাড়ি কই! সন্ধ্যা শেষে সবাই মিলে রাতের বাড়ি রই। সূযির্ মামা পুব আকাশে উঠলো সকাল বেলা! আলো ছড়ায় খোকার চোখে ভাঙলো ঘুমের মেলা। অবাক হয়ে বলছে খোকা রাতটা গেল কই! দিন রাতের কেমন খেলা ধ্যানের ঘোরে রই।