প্রাণের ভাষা

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

সোমের কৌমুদী
বাংলা ভাষা হৃদ কাননে গোলাপ হয়ে ফোটে, বাংলা ভাষা বুক ফুলিয়ে দিগি¦দিক আজ ছোটে। বাংলা ভাষা বঁাশির সুরে ছন্দ জাগায় মনে, বাংলা ভাষা স্বণর্ হয়ে জ্বলে চোখের কোণে। বাংলা ভাষা কাব্য হয়ে মনের কথা বলে, তাই কবিরা মায়ের কথা নিত্য লিখে চলে। তোমার আমার প্রাণের ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা এই ভাষাতে মিশে আছে আনন্দ-সুখ, স্বপ্ন-আশা।