এডগার এলান পো

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
এডগার এলান পো জন্মগ্রহণ করেন ১৮০৯ সালের ১৯ জানুয়ারি। তিনি একজন স্বাথর্ক আমেরিকান লেখক, কবি, সম্পাদক, সাহিত্য সমালোচক এবং তাকে বলা হয় আমেরিকান রোমান্টিক মুভমেন্টের অংশীদার। এলান পোর জন্মের সময় পিতাকে হারিয়েছিলেন। কিছুদিন পর মাকেও। অনাথ অবস্থায় তাকে দত্তক নিয়েছিলেন এলান দম্পতি। তারপর থেকেই তার নাম হলোÑ এডগার এলান পো। অবশ্য এলান পোর খ্যাতি সবচেয়ে বেশি তার রহস্য ও রোমাঞ্চ গল্পের জন্য। তিনি নিজস্ব লেখনীর বৈচিত্র্যের জন্য অতি অল্প সময়েই পাঠক হৃদয় জয় করে নিয়েছিলেন। গবেষণামূলকভাবেই তিনিই প্রথম রচনা করেছিলেন বহু ডিটেকটিভ ফিকশন যা পরবতীর্ সায়েন্স ফিকশনের প্রচলনকে নতুন মাত্রা দিয়েছিল। এলান পো-ই প্রথম আমেরিকান লেখন যিনি লেখালেখিকে পেশা হিসেবে গ্রহণ করেছিল। যদিও এর কারণে তাকে প্রথম দিকে কিছুটা আথির্ক অনটনে দিন কাটাতে হয়েছিল। তথাপি তিনি লেখনীকেই তার মূল লক্ষ্য হিসেবেই বেছে নিয়েছিলেন।