মা আছে যার

প্রকাশ | ২১ মে ২০২৩, ০০:০০

শশধর চন্দ্র রায়
মায়ের আছে মিষ্টি হাসি আছে মধুর বোল, খুশি যত হাজার-শত দেন মা কোলে দোল। নানান ছলে গল্প বলে দেন মা গালে চুম, ঘুমপাড়ানি গান শুনিয়ে দেন মা চোখে ঘুম। মায়ের মতো অবিরত দেন না আদর কেউ, মায়ের পরশে মনে দোলে শান্তি-সুখের ঢেউ। মা আছে যার, সব আছে তার- বুকজুড়ে তার সুখ, মায়ের অপার ভালোবাসায় যায় উড়ে সব দুখ।