খুকুর হাসি

প্রকাশ | ০৪ জুন ২০২৩, ০০:০০

নিলুফা ইসলাম
সকালবেলায় খুকুর পায়ে বাজে সোনার মল হেলেদুলে নেচে বেড়ায় হাসে যে খলখল। বকুল ফুলের মালা গাঁথে ফিতায় বাঁধে চুল কলমি ফুল তার হাতে রাখে কানে শখের দুল। শখের কলস নিয়ে খুকু জলকে আনতে যায় মায়ের ধমক খেয়ে আবার চড়ে কোষা নায়। ছলাৎ ছলাৎ জলের শব্দে খুকু মজা পায় হেসে হেসে লুটোপুটি ফুলের রেণু গায়।