পূর্ণিমা চাঁদ

প্রকাশ | ০৪ জুন ২০২৩, ০০:০০

আবদুল লতিফ
পূর্ণিমা চাঁদ জোছনা ঢালে গাছগাছালি টিনের চালে পাকা বাড়ির গায়ে। জোছনা ঢালে সবুজ মাঠে শান বাঁধানো পুকুর ঘাটে ঘাটে বাঁধা নায়ে। জোছনা ঢালে গ্রাম শহরে জল টলমল নদীর পরে ঝিল পুকুরের বুকে। জোছনা ঢালে পাহাড় চূড়ায় রক্ত রঙিন কৃষ্ণচূড়ায় ঝর্ণা ধারার মুখে। পূর্ণিমা চাঁদ জোছনা ছড়ায় জোছনা ছড়ায় বসুন্ধরায় ছড়ায় মনের সুখে।