আমার বাড়ি এসো বন্ধু

প্রকাশ | ১১ জুন ২০২৩, ০০:০০

আবু আফজাল সালেহ
আমার বাড়ি এসো বন্ধু কু ঝিকি ঝিক রেলে মায়ের হাতের নানা খাবার আদর সোহাগ মেলে। নানান রকম পুলি পিঠা খাঁটি দুধের দই শালিধানের মিষ্টি ভাতে আলুর ঝোলে কই। মাথাভাঙা নদীর তীরে বালু ঝুরঝুর করে পুঁই ও শিমের বানের ওপর শিশির বায়ু ঝরে। শালিক ভ্রমর রসের লোভে কাঠবেড়ালির সঙ্গে খেজুর গাছে নাচানাচি দোয়েলের এ বঙ্গে।