ছোট্ট খোকন সোনা

প্রকাশ | ১১ জুন ২০২৩, ০০:০০

নকুল শর্ম্মা
হাঁটতে গিয়ে উল্টে পড়ে ছোট্ট খোকন সোনা, একটি দুটি বলছে কথা মাত্র হাতেগোনা। ইচ্ছেমতো চলছে ছুটে সারা বাড়িজুড়ে, মা'যে খোকার ক্লান্ত ভারী তারই পিছু ঘোরে। ধরতে গেলে দেয় না ধরা আপনমনে চলে, খাবার প্রতি নেইকো নজর পালায় খেলার ছলে। আধো আধো মিঠে বোলে ডাকে যখন মা'কে, সাধ্যি কী আর আছে কারও শাসন করে তাকে? চাঁদের কণা খোকন সোনা মায়ের কোলের আলো, দুঃখ ব্যথায় মায়ের চাওয়া খোকন থাকুক ভালো। হাঁটি হাঁটি পায়ে খোকন বেড়ায় সারাবাড়ি, সবার সাথে ভাব যে তাহার কিছুতে নেই আড়ি। দাঁত দেখিয়ে হাসে যখন খোকন জাদুমণি সাতরাজার ধন মায়ের খোকন মিষ্টি চাঁদের খনি। খেলায় মজে অবশেষে ক্লান্ত যখন ঘুমে শান্ত হয়ে ঘুমোয় খোকন মায়ের কপোল চুমে।