আমার বাবা

প্রকাশ | ১৮ জুন ২০২৩, ০০:০০

শফিকুল মুহাম্মদ ইসলাম
আমার দুটি আঙুল ধরে হাঁটেন যখন বাবা, কার বা এমন সাধ্য আছে আমায় দেবে থাবা! আমার সুখের জন্য বাবা দুঃখ করে বরণ; একদিন যেন বড় হয়ে থাকে সেসব স্মরণ! আমার জীবন জমির তরে বাবাই ছিল চাষি; ভালো ফলন দিয়ে যেন মুখে ফুটাই হাসি! আমার বাবার গতরের ঘ্রাণ এই পৃথিবীর সেরা; শপথ ছেড়ে বিপথ গেলে তার ঘ্রাণেতে ঘেরা!