একুশে ছড়া

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

আসমা বেগম
ফেব্রম্নয়ারির একুশ তারিখ চললো ভাষার আন্দোলন ঢাকার রাস্তায় ঝরছে রক্ত মরলো কত মায়ের ধন। মুখে ছিল ভাষার দাবি উর্দু ভাষা মানবো না বাংলার বুকে উর্দু ভাষা জীবন থাকতে আনবো না। আমার মায়ের ভাষায় আমরা বলবো কথা চিরকাল সেই দাবিতে নামলো পথে ভাঙলো ধারা ধরলো হাল। সালাম, রফিক, শফিক, জব্বার করলো জীবন বলিদান আমার ভাইয়ের রক্তে কেনা রাখি যেন ভাষার মান। বিশ্ববাসী করবে স্মরণ তোমাদেরকে একই দিন কোনোকিছু দিয়েও শোধ হবেনা এই ত্যাগের ঋণ।