জলের নূপুর মাতায় দুপুর

প্রকাশ | ১৬ জুলাই ২০২৩, ০০:০০

এমরান চৌধুরী
বৃষ্টি পড়ে বৃষ্টি ঝরে বৃষ্টি পড়ে টুপ ঘরকুনোরা ঘরের কোণে আর থাকে না চুপ ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ বিলের কোণায় সমান তালে হর্ষে নাচে ব্যাঙ। বদ্যি দাদুর সর্দি ভারী জল হাওয়াতে নেয়ে ইষ্টি দিদির পেটের ব্যামো মিষ্টি কাঁঠাল খেয়ে বাদল দিনের খেলা জলের নূপুর মাতায় দুপুর বাজায় বিজন বেলা। মাদার ডালে কাতর স্বরে ডাকছে ভেজা কাক দূরের মাঠে গরু-বাছুর দিচ্ছে বিষম হাঁক মুন্সি কাকু কই! মাথার ওপর মাথাল পরে দিচ্ছে জমি মই। ছলাৎ ছলাৎ জলের খেলা শঙ্খ নদীর বাঁকে কাজল মাটি ভাঙছে ঝপাৎ বিজলি রানীর ডাকে বৃষ্টি ঝরার দিন দোর লাগোয়া পুঁইয়ের ডগা আনন্দে রঙিন।