জন্ম এ দিন তার

প্রকাশ | ১৬ জুলাই ২০২৩, ০০:০০

গোলাম নবী পান্না
নিবেদিতপ্রাণ তিনি সাহিত্য নিয়ে মাতিয়ে রাখেন তাই লেখালেখি দিয়ে। সংগঠনটাও তাও নেই বাদ এর মাঝে খুঁজে পান সাহিত্যস্বাদ। লেখকের মাঝে তার সখ্যতা বেশ তাদেরকে নিয়ে চাই গড়া এই দেশ। দেশ গড়া তাও চাই লেখালেখি মাঝে ব্রত হন তাই তিনি মহান এ কাজে। এ কাজেও সফলতা শতভাগ চান প্রবাসে থাকেন তবু কম নেই টান। যোগাযোগ করে যান সব্বার সাথে লেখালেখি দিয়ে তিনি মালা যেনো গাঁথে। এর মাঝে মিশে থাকে ভালোবাসা মাখা কে বলে তা দূর বলো মমতায় রাখা। জন্ম এ দিন তার ফিরে যেই পাই শুভ হয়ে ধরা দেয় প্রিয় ক্ষণটাই। আর ভাবি তার মতো দুটি আর নাই সুফিয়ান আহমদ চৌধুরী ভাই।