বর্ষার বারিধারা

প্রকাশ | ১৬ জুলাই ২০২৩, ০০:০০

বাসুদেব খাস্তগীর
মেঘকালো সারাদিন রিমঝিম সুর চমকায় মেঘমালা মেঘ গুড় গুড়। নদী-নালা খাল-বিল ডুবে ওই ঘর বর্ষার বারিধারা ঝরে ঝরঝর। সবুজের মাঠ জলে করে থইথই থেমে যায় কোলাহল নেই হইচই। ভয়ে কাঁপে মানুষের বুক থরথর বর্ষার বারিধারা ঝরে ঝরঝর। অবিরাম বৃষ্টির শুনি কোলাহল নদী ভেঙে ঢুকে গাঁয়ে বন্যার ঢল। অবিরাম বর্ষণে ডুবে নদী চর বর্ষার বারিধারা ঝরে ঝরঝর। বরষার কলতান সারাদেশ জুড়ে জল ছুটে চারিদিক যায় ভেঙেচুরে। নেই কোনো থামাথামি দিনরাত ভর বর্ষার বারিধারা ঝরে ঝরঝর।