খুকির আঁকিবুঁকি

প্রকাশ | ২৩ জুলাই ২০২৩, ০০:০০

সাজ্জাদুল ইসলাম শাওন
রংতুলি পেলে খুকি আঁকে ফুল পাখি নতুন ভাবনাজুড়ে রং মাখামাখি কাগজে আঁকলে ফুল হয়ে যায় নীল পাতাজুড়ে পাখিরাও রঙের নিখিল। খুকি আঁকে নদীনালা কবুতর চিল আকাশের কালো মেঘ তারার মিছিল। খুকির ছবিতে থাকে সম্প্রতি সুর এলোমেলো পথ আর শেখ মুজিবুর। খুকি আঁকে নজরুল, জসিমউদ্‌দীন সবুজ পাতার ফাঁকে ঝলমলে দিন পঁচিশে মার্চের কালো সে আঁধার খুকি আঁকে লীলাভূমি নিথুয়া পাথার। খুকি আঁকে গ্রাম সাথে সারি-সারি গাছ ইলিশ, বোয়াল, পুঁটি, টাকি, শোল মাছ বীরশ্রেষ্ঠ হামিদুর, মতিউর-মতি রং দিয়ে খুকি আঁকে নীল প্রজাপতি।