হতাম যদি প্রজাপতি

প্রকাশ | ২৩ জুলাই ২০২৩, ০০:০০

জিৎ মন্ডল
ওই দেখ মা বসছে দেখ প্রজাপতির মেলা, হাওয়ায় হাওয়ায় ভেসে ওদের কাটছে কেমন বেলা। নিষেধ বারণ নেইকো দেখ নেইকো পড়াশোনা, যেথায় খুশি যাচ্ছে উড়ে মেলে রঙিন ডানা। আমারও মা ইচ্ছে করে ওদের মতো উড়তে, সারাদিন ঘরের কোণে মন বসে না পড়তে।