বৃষ্টি তুমি

প্রকাশ | ২৩ জুলাই ২০২৩, ০০:০০

পৃথ্বীশ চক্রবর্ত্তী
বৃষ্টি তুমি মেঘের আকাশ বেয়ে অঝোর ধারায় ঝরো মাটির বুকে দেখতে লাগে নিধির মতো মেয়ে আলোর ঝিলিক তোমার চোখে-মুখে। তুমি যখন টাপুর-টুপুর তালে পড়ো এসে টিনের ঘরের চালে কিংবা গাছের পাতায় এবং ডালে হাসি ফোটে তখন তূর্যের গালে। রিমঝিম রিমঝিম চটুল ছন্দে যখন আস; তখন ঘুম ধরে যায় চোখে পিয়ান-শুভ্র হয়ে যায় ঠিক মগন হারিয়ে যায় দূরের কল্পলোকে।