রিনিক-ঝিনিক বৃষ্টি পড়ে

প্রকাশ | ২৩ জুলাই ২০২৩, ০০:০০

শাহীন সুলতানা
রিনিক-ঝিনিক রিনিক-ঝিনিক বৃষ্টি পড়ে টিনের চালে বৃষ্টি পড়ে জারুল বনে সবুজ পাতায় গাছের ডালে। ডালিম ফুলে- খোকার চুলে নদীর কূলে- খুকির দুলে কলমি লতার শরীর চুঁয়ে ঝরঝরিয়ে নায়ের পালে। চালতা পাতায়- বাঁশের ঝাড়ে ব্যাঙের মাথায়- পুকুর পাড়ে শিমের মাচায় লাউয়ের ডগায় টাপুরটুপুর মাছের গালে। পাখির বাসায়- ঝাউয়ের শাখে চাতক পাখির ঠোঁটের ফাঁকে বৃষ্টি পড়ে পানাম নগর পরাণ মাঝির সুরের তালে।