বাংলা ভাষা

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

অপু চৌধুরী
কৃষ্ণচূড়ার ফুল কুঁড়িরা বললো হেসে হেসে পলাশ রাঙা বাংলা ভাষার ফাগুন এলো দেশে। রক্তপলাশ-কৃষ্ণচূড়া সাজলো থরে থরে রক্ত মাখা বাংলা যেদিন আসলো সবার ঘরে। আমার দেশের নদী-সাগর ঢেউয়ের কলতানে কী মধুময় বাংলা শোনায় সবার কানে কানে! আমার প্রিয় বাংলা ভাষার সেই মধুময় সুরে টুকটুকে লাল সূর্য হাসে পূর্ব গগন জুড়ে। আমার প্রিয় বাংলা ভাষা বিনয় মুগ্ধ মনে ছড়িয়ে গেল আপন গুণে বিশ্ব জনে জনে।