আগুন ঝরা ফাগুন

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

জাহেদুল ইসলাম
আগুন ঝরা ফাগুন এলো বাংলা মায়ের বুকে, এমন দিনে কেমন করে থাকতে পারি সুখে। বনের কোকিল মনের কোনে ডাকছে করুণ সুরে, লাল পলাশের ডাল দেখি আজ রক্ত রাঙা ভোরে। ভাইয়ের বুকে মায়ের ভাষার স্বপ্ন ছিল আঁকা, আটই ফাগুন মাটি হলো রক্ত রঙে মাখা! রক্ত দিল ভক্ত মায়ের ভাষা দিল মুখে, আগুন ঝরা ফাগুন এলে কেমনে থাকি সুখে?