পাতা ঝরে

প্রকাশ | ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

হুমায়ুন আবিদ
ফাগুন এলে পাতা ঝরে গাছে ফোটে ফুল পাখপাখালি গেয়ে ওঠে হৃদে ওঠে দুল। ফাগুন এলে কচি পাতায় হেসে ওঠে বন ঝিরবাতাসে নিদ এসে যায় ভালো থাকে মন। ফাগুন এলে মৌমাছিরা ফুলের মধু খায় ফুল ফসলের দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে যায়। ফাগুন এলে আগুন রূপে সাজে বাংলাদেশ দেশ প্রকৃতির বদলে যাওয়া দেখতে লাগে বেশ।