টুকান পাখি

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

হাট্টিমাটিমটিম ডেস্ক
তার নাম টুকান (ঞড়ঁপধহ) এই পাখির বাসা আমেরিকায়। এদের গায়ে অনেক সময়ে খুব জমকালো রঙের বাহার দেখা যায়, কিন্তু আসল দেখার জিনিস এদের লম্বা ঠেঁাট দুখানি। দেখলে মনে হয় যত বড় পাখি প্রায় তত বড় ঠেঁাট, যেন ‘বারো হাত কঁাকুড়ের তেরো হাত বিচি’। তাতে চেহারাটি কেমন খোলে, তার বণর্না করার দরকার নেই। দেখতে অনেকটা ধনঞ্জয়ের মতো হলেও আসলে এরা ধনঞ্জয় নয়, আর ধনঞ্জয়ের মতো অত বড়ও হয় না।