খুকুর গল্পপাঠ

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

সুজন জাহাঙ্গীর
এইতো সেদিন দুষ্টুখুকুর গল্পবইয়ের পাঠে ফড়িং নাচে চঁাদের দেশের সবুজ-শ্যামল মাঠে। মাঠের কোণে গাছতলাতে একটা বুড়ির ঘর নাতিপুতি ছেলেমেয়ে ছিল বুড়ির বর। বুড়ির ঘরের আঙিনাতে বাগানভরা ফুল গান গেয়ে সে ফুলকুঁড়িরা আনন্দে দোদুল। রাত্রি হলে গাছের ফঁাকে কত্ত তারা জ্বলে মেতে ওঠে পশুপাখি দারুণ কোলাহলে। ঝরনা নামে অঝোর ধারায় চঁাদের পাহাড় থেকে বইছে নদী নিরবধি সরল, এঁকেবেঁকে। এমন মজার পড়া পড়ে বলল সেদিন খুকি এমন কী আর বাস্তবে হয়? সবই কল্পমুখী। এসব আমি ভালোই জানি আমি এখন বড় তোমরা যারা ছোট্টখোকা তোমরা এসব পড়।