বষাের্বলা

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

অপু চৌধুরী
টাপুরটুপুর মিষ্টি দুপুর আষাঢ়-শ্রাবণ মাসে পুচ্ছ তুলে ঝিঙে ফুলে ফিঙের ছানা হাসে। কদম, কেয়া, কলমি লতা, পদ্ম, কেশরদামে কী অপরূপ টাপুরটুপুর বষার্ এসে নামে! কদম গাছের শাখে শাখে স্বণর্ কদম দোলে হঠাৎ এসে রোদ ঢেলে দে সূযর্ মেঘের কোলে। খই ফোটা রূপ বৃষ্টি পড়ে পুকুর ভরা জলে নববধূ রূপ দেখে তার জল আনিবার ছলে। টাপুরটুপুর বৃষ্টি উপুড় মেঘের নিত্য খেলা হংস যুগল কী আনন্দে কাটায় বষাের্বলা!