মা থাকেনা যখন

প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

রুমানা নাওয়ার
মা যখন থাকেনা বাবাও অফিসে দিন কাটে আমার গেমসে বসে। হোমওয়াকর্ রাইমসগুলোও পড়া হয় শেষ হয়না হয়না তবুও মোর দিন শেষ। বেশ কিছু সময় নিয়ে চলে অঁাকাঅঁাকি সেখানেও নিয়মিত বাবা মাকে দেখি। বাবা মা আমি আর ছোট ভাইটা এ নিয়ে অঁাকা হয় সুন্দর দৃশ্যটা। ঘুম যে আসেনা চোখ জুড়ে নিমেষে রূপকথার গল্প বলা মা টা নেই মোর পাশে। জানালার ওপারে চোখ যায় আকাশে মা মণিটা বসে যেন ওখানেও হাসে। ভালো আর লাগেনা কাটুর্ন দেখে দরজায় কানপাতি শুনি যেন মাকে। মা তো আসেনা ভুল শুনি আমি শুন্য ঘরে হাহাকার মা অনেক দামি। ক্লান্তির রেশ নিয়ে ফেরে মা ঘরে মুঠোভরা জোনাক তখন আমার চারিধারে। মা আমার ঘরে ফিরে পাই নাকো অবসর তবুও হাসিতে অমলিন মুখটা যে তার বড় সুন্দর।