কলমি লতা ও টুনটুনি

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজীব হাসান
ছোট্ট একটা কলমি লতা! তার উপরে টুনটুনি কি জানি কি খুঁজছে বসে বাজিয়ে যে ঝুনঝুনি লতার ফাঁকে উঁকি মারে যায় না দেখা কিছু কি হারালে বলছে সবাই উড়ে এসে তার পিছু খুঁজছি আমি লতার ফাঁকে আমার ছোট্ট নীড় কলমি লতায় ঢেকে গেছে তাই বেড়েছে ভিড়। হাওয়ায় দুলে কলমি লতা ফিসফিস করে বলে এই যে ভাইয়া টুনটুনি খুঁজছো তুমি কি তলে বইছে বাতাস শান্ত হয়ে করে না পান জল খুঁজছি আমি নিজের বাসা তোমার লতার তল আচ্ছা তুমি বসো পাশে খুঁজছি আমি বাসা তোমার এমন চিন্তিত মুখ দেখে কাছে আসা। দিচ্ছি খুঁজে আমি তোমার ছোট্ট আপন নীড় বাতাস এসে বাড়িয়েছে কলমি লতার ভিড় তাই তো তুমি পাওনি খুঁজে এত খোঁজার পরে চিহ্ন একটা লাগিও তুমি তোমার আপন ঘরে এই যে পেলাম খুঁজে তোমার কত্ত সাধের বাস আটকে গেছে কলমি লতা আর বেঁধেছে ঘাস।