আমাদের গাঁ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মিতুল সাইফ
মায়ের সবুজ আঁচল যেমন- তেমনি আমার মাঠ মাঠের পাশেই নদীর ওপার গাঙ শালিকের হাট। মায়ের কালো চোখের মতন নদীর কালো জল রোদের আলোয় ঝিকিমিকি খেলে ছলাৎ ছল। কাশের বনে বাঁশের বনে উদাস হাওয়া বয় এই মাটি এই গাঁ আমাদের এইতো পরিচয়। সূর্য ওঠে আমার মায়ের ঠোঁটের মতো লাল, এই মাটিতে কাঁদি হাসি আমরা চিরকাল। আমার বুবুর হাতের চুড়ি যখন বাজে ঝুন অন্যরকম ভালোলাগাই হই যে আমি খুন। এই গাঁয়েরই খোকন আমি এইতো আমার গাঁ, গাঁ নয়রে গাঁ নয়রে এ আমাদের মা।