শরৎছবি

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

আবু তালহা রায়হান
ভরদুপুরে নীল আকাশে সাদা মেঘের ভেলা তপ্তরোদে গাঁয়ের মাঠে শুভ্রকাশের মেলা। দোল খেয়ে যায় উতল হাওয়া সবুজ ধানের গাছে খাল-বিলেতে খেলা করে ট্যাংরা, পুঁটিমাছে। গামছা মাথায় ক্লান্ত কিষান দেখে ফসলি জমি হাতপাতিয়ে রবকে বলে, হয় না যেন কমি। বন্ধু রাখাল বাজায় বাঁশি মনমাতানো সুরে পাখপাখালি উড়ে বেড়ায় দূরে, বহুদূরে। ঝাঁপ দিয়ে ওই সুরমা বুকে মুক্ত কিশোর দলে হই-হুলেস্নাড়ে মেতে ওঠে ছলাৎছলাৎ জলে। সন্ধ্যা হলে মাঝির দলে নৌকা বাঁধে ঘাটে জাল ও খলই কাঁধে নিয়ে জেলে ফিরে হাটে। পড়তে বসে ছোট্টখোকা শরৎছবি আঁকে ভয় পেয়ে সে কেঁপে ওঠে খেঁকশিয়ালের ডাকে।