স্বাধীনতার গল্প

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

জাহাঙ্গীর ডালিম
বায়না ধরে ছোট্ট খোকা মায়ের গলা ধরে- মাগো তুমি স্বাধীনতার গল্প শোনাও মোরে। সজল হলো চক্ষু মায়ের বুক ফেটে যায় শোকে। বলছে- বাছা, সেই কথাটা কেমনে শোনাই তোকে? বাবা যে তোর যুদ্ধে গেল ফিরল না আর ঘরে, একাত্তরে জন্ম নিলি স্বাধীনতার পরে বাবা কেন ফিরল না মা, সেই কথাটা বলো। নাই যদি ফিরবে তবে যুদ্ধে কেন গেল? যুদ্ধে যদি না-ই যেত, দেশ কেমনে স্বাধীন হতো? মুক্তি পাগল বীর বাঙালি প্রাণ দিয়েছে যত! লক্ষ শত মুক্তি সেনা স্বজন ছেড়ে গেল; দেশের লাগি রক্ত দিল, আর ফিরে না এলো, পাক বাহিনীর হিংস্র থাবায় জীবন দিল তারা, সোনার বাংলা শ্মশান আজি, তাইতো স্বজন হারা চোখের জলে বুক ভেসে যায়, দুঃখ যে নাই তাতে। স্বাধীনতার লাল পতাকা পেয়েছি আজ হাতে