সাতই মার্চের ভাষণ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

মো. আনোয়ার হোসেন ফারুক
সাতই মার্চের ভাষণ ছিল আগুনঝরা রূপ, ভাষণ শোনে বীরের জাতি কেমনে থাকে চুপ? নামলো মাঠে অস্ত্র হাতে মুক্ত করতে দেশ, মনের কোণে আঁকলো সবে স্বপ্ন স্বাধীন রেশ। দীর্ঘ নয়মাস করলো লড়াই ঝরলো রক্ত ঘাম, চুকে দিল পাক হায়েনার ঘৃণ্য যত কাম। রক্তদামে কিনলো জাতি লালসবুজের ভুঁই, মুক্ত আকাশ মুক্ত বাতাস মন মননে ছুঁই।