একাত্তরের ৭ই মার্চ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

খোন্দকার শাহিদুল হক
একাত্তরের ৭ই মার্চে শেখ মুজিবের ভাষণ ইতিহাসের পাতায় পেল কালজয়ী এক আসন। সেই ভাষণের দীক্ষা নিয়ে বাঙালিরা জেগে স্বাধীনতার যুদ্ধে তারা ছুটলো প্রবল বেগে। লাখো বুকের রক্ত ঢেলে আনলো বিজয় বেশে লাল-সবুজের ঐ পতাকা সোনার বাংলাদেশে। সেই ভাষণের বাণী আজও বাজে সবার কানে শুনতে পাবে বাঙালিদের সমরগাঁথা গানে।