উত্তাল মার্চ

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

দিপংকর দাশ
সাতই মার্চ ঐ দিনটি ছিল ইতিহাসের সেরা দিন, বাংলা জুড়ে বেজেছিল স্বাধীনতা আনার বীন। জাগলো যুবক দামাল ছেলে বঙ্গবন্ধুর ভাষণে, ধরলো লাঠি কাস্তে কুড়াল দেশ হৃদয়ের আসনে। উত্তাল মার্চে বীর বাঙালি অগ্নি রূপে বাহির হয়, বিশ্বটাকে দেয় কাঁপিয়ে মাতৃভূমি করতে জয়। জাতির পিতার মহান বাণী রক্ত দেবো ঢেলে মোর, সোনার এ দেশ দেখবে নিশ্চয় সোনালি এক রাঙা ভোর। মহান নেতার হাতটি ধরে এলো মোদের বাংলাদেশ, বিশ্বজুড়ে বাংলা মায়ের কৃতিত্বেরই নাই যে শেষ।