ফিতেপলাশ প্রজাপতি

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
লাইসিনিডি পরিবারের অন্তর্ভুক্ত এ বন্ধুটির ইংরেজি নাম ইয়ামফ্লাই (ণধস ভষু) আর বৈজ্ঞানিক নাম খড়ীঁৎধ ধঃুসহঁং (ঝঃড়ষষ). এদের ডানার বিস্তার ৩৬-৪২ মিলিমিটার। গায়ের রং পলাশ ফুলের মতো কমলা আর ঘুড়ির মতো লম্বা লেজ আছে বলে এ প্রজাপতির বাংলা নাম ফিতেপলাশ। ক্রমে সরু হতে থাকা পেছনের ডানা থেকে মসৃণভাবে গজিয়েছে এদের লম্বাটে এ লেজটি। ডানার ওপরের দিকের পিঠ কমল। নিচের পিঠের রং হালকা কমলা কিংবা কমলা মেশানো তিলক-মাটির মতো। সামনের ডানার শীর্ষ ও পার্শ্বপ্রান্ত কালো রঙের। বন্ধুরা, এবারে এসো ফিতেপলাশ প্রজাপতির স্বভাব সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। বর্ষার ঠিক আগে এদের সংখ্যা বৃদ্ধি পায়। গায়ের রং আর লম্বা লেজের জন্য এরা বেশ দর্শনীয়। প্রায়ই পানির কাছাকাছি যেমন পুকুরের পাড়ে গজানো গাছপালার কাছাকাছি ৪-৫ ফুট ওপরে ডানা অর্ধেক খুলে রোদ পোহাতে দেখা যায়। এরা অত্যন্ত তীব্রগতিতে ওড়ে, তবে একটানা বেশিক্ষণ ওড়ে না। কখনো বিরক্ত হলে এরা এলোমেলোভাবে উড়ে মুহূর্তের মধ্যেই হারিয়ে যায়। পাশের দিকে পালানোর পরিবর্তে এদের স্বভাব হলো ক্রমে ওপরের দিকে উঠে যাওয়া। কোনো বড় গাছের নিচের ঝোপ থেকে উড়ে সে গাছেরই ১৫-২০ ফুট ওপরের দিকে ঘাঁটি গাড়ে।