পোষা ক্যাঙ্গারু

প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:০০

হাট্টি মা টিম টিম ডেস্ক
বিমার নামে একটি লাল ক্যাঙ্গারু। সাউথ অস্ট্রেলিয়ার গেস্ননডামবো নামক শহরে আজ থেকে ১৮ মাস আগে বিমারকে খুঁজে পান এক মহিলা মোটরসাইক্লিস্ট। একটা বিএমডাবিস্নউ মোটরসাইকেলের আঘাতে বিমারের মা ক্যাঙ্গারু মারা যায়। বিমার তখন অনেক ছোট। উচ্চতা ছিল ২০ সেমি। মায়ের পেটের থলেতে চুপটি করে শুয়ে ছিল। সেই মহিলা সাইক্লিস্ট বিমারকে বাঁচাতে জুলিয়ানের কাছে দিল। তখন থেকেই শীর্ণ ছোট্ট ক্যাঙ্গারু হয়ে ওঠে জুলিয়ানের সন্তানের মতোই। ক্যাঙ্গারু শাবক এতটাই ছোট ছিল যে ওকে একটা মোজার মধ্যে ভরে রাখা যেত। ঘরোয়া পরিবেশে একটু একটু করে বড় হয় বিমার। ওর আরও সঙ্গীদের মধ্যে আছে মেরিনো নামের একটা লোমশ ভেড়া, নেড নামের একটি কুকুর আর পেটি নামে একটি বেড়াল। সবচেয়ে মজার কথা, বিমার নিজেই জানে না সে একটি ভেড়া, নাকি কুকুর, নাকি বেড়াল, নাকি মানুষ! ভেড়া, কুকুর ও বেড়ালের সঙ্গে চমৎকার খেলা করে সময় কাটায় ও। বিমার টেলিভিশন দেখতেও খুব ভালোবাসে। টিভিতে ওর সবচেয়ে প্রিয় প্রোগ্রাম হচ্ছে 'স্কিপি'। অনুষ্ঠানটি শুরু হতেই ওটার থিম মিউজিকের সঙ্গে রীতিমতো নাচতে শুরু করে দেয় ও! আর ওটা শেষ না হওয়া পর্যন্ত দেখতেই থাকে।