প্রাণের নদী তিতাস

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মোহাম্মদ শামীম মিয়া
ছলাৎ ছলাৎ জলের শব্দে বইছে তিতাস নদী, ভরা যৌবনে সুখের পরশ \হদেয় যে নিরবধি। ব্রাহ্মণবাড়িয়ার সব মানুষের আশা-ভালোবাসা, এই নদীটা সহজ-সরল শান্ত এবং খাসা। হাজার মাছের আনাগোনা বুকে আছে গ্যাস, সেই গ্যাসেতে চলছে আমার সারা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে তীরে, শাপলা ফুটে বিলে-ঝিলে গানের পাখি ভিড়ে। তিতাস আমার প্রাণের নদী জনম জনম ভরে, অনেক মায়া জমছে বুকে এই নদীটার তরে।