সোনার মানুষ

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

শেখ বিপস্নব হোসেন
ক্লান্তদেহে ঘুম ভেঙে যায় সূর্য জাগার আগে, তাদের ডাকেই পাখির কুজন বাজে কুসুম বাগে। ঝড়-বাদলে রোদে পুড়ে কঠিন মাটির বুকে, শক্ত হাতে লাঙল চালায় পরম মহাসুখে। হরেক রকম ফুল-ফসলের স্বপ্ন বোনে যারা, তোমরা কি কেউ বুঝতে পার সেই কারিগর কারা? ভালোবেসে আপন হাতে সোনা যারা ফলায়, দিনের শেষে আমরা তাদের রাখছি পায়ের তলায়। তাদের গড়া শস্যকণা খেয়েই সবাই বাঁচি, দিই না তাদের শ্রমের মূল্য আমরা সুখে নাচি। গরিব বোকা চাষা বলে দিচ্ছি তাদের গাল, ফসল যদি না ফলায় আর কী খাবে সব কাল? ওরাই হলো সোনার মানুষ আমার গাঁয়ের চাষা, নিজের স্বপ্ন বিলিয়ে যারা বাঁচায় সবার আশা।