গর্ব

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ০০:০০

আলী এরশাদ
'বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো' এই স্স্নোগানে সাড়া দিয়ে যুদ্ধে গেল আমার দাদা, দেশের টানে ডিঙিয়ে গেল পরিবারের সকল বাঁধা। স্বাধীনতার জন্য তিনি জীবনটাকে ধরল বাজি ভয় করেনি বুলেট-বোমা মরলে শহীদ বাঁচলে গাজী। এমন অনেক লক্ষ মানুষ দেশের তরে যুদ্ধ করে, শত্রম্ন মুক্ত করেই তবে ফিরে এলো ন'মাস পরে। পূর্বপুরুষ মুক্তিযোদ্ধা গর্বে আমার বুকটা ভরে, যুদ্ধে তারা গেল বলেই স্বাধীনতা এলো ঘরে।