একাত্তরের মার্চ

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ০০:০০

আহমাদ সোলায়মান
একাত্তরের মার্চটি ছিল অন্ধকারে ঢাকা অন্ধকারের বুকে থেকেই আলোর ছিল আঁকা সাত'ই মার্চের ঐতিহাসিক রেসকোর্সের ভাষণ বাঙালিদের বুকের মাঝে গড়েছিল আসন। দিনে দিনে বাড়তে ছিল নৃশংসতার খেলা রক্ত রঙের প্রাণের খেলায় কাটতো তখন বেলা। পঁচিশে মার্চ রাতে যখন ঝরলো হাজার প্রাণ বাঙালিরা গাঁথলো তখন যুদ্ধে যাওয়ার গান।