উত্তরের ওই ফুলছড়ি বন

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

সুবর্ণা দাশ মুনমুন
ঘুমিয়েছে পাড়া যত কাজ সারা খোকার দুচোখে ঘুমের পাহারা কারা ডাকে ইশারায়,, রাত গেছে থেমে শিশিরের স্নানে মোহনচুড়ার পালকের ঘ্রাণে দেখবি এদিকে আয়। ঘুমে ঢুলুঢুলু পিয়ালের পাতা ভেজা ভেজা গায়ে শিশিরের গাথা কি জানি কি বলে যায়,, পাতার বাঁশি শুনেছি কি আমি দুরুদুরু বুকে কিছুদূর থামি তবু ফিরে ফিরে চায়। ডুমুরের মেয়ে হেসে কুটিকুটি পাতার কিনারে মেখেছে সে ছুটি যতদূর চোখ যায়,, রুপোলি মেঘেরা চলে হেলে-দুলে ফেলে আসা দিন আলগোছে ভুলে ভাত শালিকের গায়। উত্তরের ওই ফুলছড়ি বন ডাক দিল আয় আয়।