জোনাকির আলো

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

আসাদ সরকার
দিনের শেষে বাঁশ বাগানে আঁধার নামে এলে মিটিমিটি তারা মতো কিসের আলো জ্বলে? ভাবে খোকা গগণ তারা নেমে বুঝি এলো, আমায় নিয়ে মাগো তুমি বাঁশ বাগানে চলো। রাখবো ধরে বোতল ভরে আকাশের ওই তারা, কেউ পাবে না আলো মাগো আমি তুমি ছাড়া।