নবান্নের উৎসব

প্রকাশ | ০৫ নভেম্বর ২০২৩, ০০:০০

মুহাম্মদ ইব্রাহিম বাহারী
মাঠজুড়ে ধান হলুদ বরণ হাসছে ধানের শিষ, শীতল হাওয়ার পরশ লেগে দুলছে অহর্নিশ। উঠানখানা পরিপাটি অসীম উদার বুক, ধানের আটি হৃদয় ধারণ করতে সে উৎসুক। ধানে ধানে ভরবে গোলা চাষির কণ্ঠে গান, অনেক ত্যাগে পরম পাওয়া এই তো সোনার ধান। মাঠে ঘাটে ছড়াছড়ি ধানের কলরব, নতুন ধানের আলিঙ্গনে নবান্নের উৎসব।