রঙের কবি

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

রিয়াজ মাহমুদ রাতুল
শাপলা-শালুক, হলদে পাখি, সবুজ পাতা আঁকছি নদী, বিল-জলাশয়, ব্যাঙের ছাতা। ময়না-টিয়া, বোয়াল-তিমি, সূর্যি মামা আঁকছি পাহাড়, গাছগাছালি, ছেঁড়া জামা। আঁকছি সাগর, টেংরা-পুঁটি, জেলেপাড়া রূপালী রঙ ইলিশ-টিলিশ, আঁকছি তারা। আঁকছি জোয়ার, নৌকা, মাঝি, বইটই লাঙল-জোয়াল, হালের গরু, আঁকছি মই। আঁকছি শহর, গাঁও-গেরাম, পুকুর ঘাট রৌদ্র-ছায়া, ব্যস্ত উঠোন, চাঁদেরহাট! আঁকছি শরৎ, গ্রীষ্ম ও শীত, পিঠাপুলি আঁকছি আশা, সম্প্রীতি, সুখ, কোলাকুলি। আঁকছি কুমার, শ্রমজীবী, তাঁতি, চাষি রঙিন ঘুড়ি, কাঁচের চুড়ি, ফুলের হাসি। সংস্কৃতি ও শিল্পে মোড়া দেশের ছবি খুব যতনে আঁকছি আমি রঙের কবি।