সুখের কেতন

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

শাহীন খান
সোনা ধানে ভরলো সারা গোলা কৃষক মনে আনন্দেরই ধারা তাই দেখে গো হৃদয় আত্মভোলা নবান্নেরই পেলাম খুশির সাড়া। পিঠাপুলির গন্ধ ভেসে আসে খেজুর রসে মৌমাখানো পাড়া পুলকিত হই যে ফুলের বাসে কবির মনে ছন্দ করে তাড়া... পাখপাখালি সুরটা দিল নতুন দেশটা পুরো গানেই মাতোয়ারা হেমন্তটা উড়িয়ে সুখের কেতন বলল আমায় একটু খোকন দাঁড়া!