ভালো হবো

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

উৎপলকান্তি বড়ুয়া
ভালো আমি জানি খুব শতকিয়া গুনতে ভালো সুরে ভালো গান ভালো লাগে শুনতে। ভালো ভাই ভালো বোন মাসি পিসি সকলে ভালো খেতে লাগে স্বাদ আচারটা টক হলে। ভালো লাগে মামা বাড়ি শীতে পিঠা পুলিতে ভালো আঁকা হলো বেশ জল রঙ তুলিতে। ভালো করে রোদে ধান ভালো হয় শুকালে ভালো কাজ, পরীক্ষার পড়াটুকু টুকালে। ভালো ছেলে জানি খুব ও পাড়ার রতন ভালো বাবা-মা তো, করে আদর ও যতন। ভালো নাকি ঝরনার জল ঝরে পড়লে ভালো হয় খোকা-খুকু লেখা পড়া করলে। ভালো কলকল ধারা নদী বয়ে ছুটলে ভালো খুব ঘ্রাণ ফুল আলো হয়ে ফুটলে। ভালোবাসি আমার সে প্রিয় লাল জামাকে ভালো আমি হবো, ভালো হতে হবে আমাকে।