আমার মেয়ের মিষ্টি হাসি

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

গোলাপ আমিন
মেয়েটি আমার মিষ্টি করে হাসে তার এ হাসি ছড়িয়ে থাকে ঘাসে, শিশির কণায় মুক্তোদানার মতো ভোরের আলোয় হাসে অবিরত। ছোট্ট শিশু ঠিক যে ফুলের কলি উঠলে ফুটে তাই- 'স্বর্গশিশু' বলি। হাসি তো নয় যেন ফুলের সুবাস মৌ মৌ গন্ধে ভরে ওঠে চারিপাশ। মায়াবী মুখ দেখলে ভালো লাগে এই হৃদয়ে কী যে পুলক জাগে, আলোয় ভরা থাকুক হাসিমুখ দেখে দেখে জুড়াই আমার বুক।