খুকু ও সাপ

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

মোস্তাফিজুল হক
কোত্থেকে এসে যেন বসে গেল সাপুড়ে ডোরাকাটা ফণা তোলা তেজ কত বাপু রে! ঝাঁকি খুলে বসে গেল বীণা হাতে নিয়ে সে গোখরো সে ফণা তোলে মাথাচাড়া দিয়ে সে। বাবা-মা'র সাথে খুকু দেখছিল দাঁড়িয়ে, ভয় তবু পায়নি সে- দেখে হাত নাড়িয়ে। খুকুমণি অবশেষে বলল সে শেষে, বাবা, আমি পুষব তা কিনে দাও হেসে।