বিস্ময়! বিস্ময়!

প্রকাশ | ১২ নভেম্বর ২০২৩, ০০:০০

আহসানুল হক
টিচার এলে পড়তে বসি ঠিকই--- কিন্তু, আমি বুকের খাতায় প্রকৃতিপাঠ লিখি! পড়ায় আমার মন বসে না কিছু- মনটা আমার ছুটে বেড়ায় জোনাক পিছু পিছু! মা-বাবা দেয় রোজ পাহারা কী হয়, কী হয়? জ্যোৎস্না ঝালর আকাশ তারা ঝিরঝিরি ঝির ঝরনাধারা; নদীর গতি বাঁধনহারা, করে আমায় কেবল তাড়া বিস্ময়! বিস্ময়!