দুই নয়নের আলো

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

আলিম উদ্দিন আলম
(প্রিয় ইন্দ্রদিপ রায় চৌধুরী রঙ্গনকে) রঙ্গন সোনা রঙ্গন সোনা এত ভালো তুমি তোমায় নিয়ে ছন্দে তালে কাব্য লিখি আমি। বাবার সাথে গানের সময় তবলা বাজাও ভালো মুখে থাকে মিষ্টি হাসি ঘরকে করে আলো। লেখা পড়া করে তুমি হবে সু-মহান বাবার চেয়েও বেড়ে যাবে মর্যাদা সম্মান। \হরঙ্গন সোনা রঙ্গন সোনা তুমি এত ভালো বাবা মায়ের প্রিয় তুমি দুই নয়নের আলো।