কদম গাছের তলে

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

রাজীব হাসান
চল ছুটে যাই গাঁয়ের শেষে ছোট্ট কদম তলে তুলে আনি শাপলা শালুক ফুটে থাকা জলে। বসব সেথায় সবাই মিলে \হমেলে গাছের পাতা কলা পাতার ছাউনি দিয়ে বানাব যে ছাতা। বৃষ্টি এলেও আমরা সবাই চালিয়ে যাব খেলা নদীর জলে কাটব সাঁতার ভাসিয়ে চল ভেলা। টুপ টুপাটুপ বৃষ্টি নামবে নদীর ঘোলা জলে কদম গাছের কদম হাতে ছুটব দলে দলে।